প্রতিরক্ষা বিভাগের শক্তিমত্তা বৃদ্ধির ঘোষণা দিলো রাশিয়া। বুধবার (২০ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘ডিনিপ্রো বহর’ গঠন করতে যাচ্ছে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী। জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা ‘তাস’।
সের্গেই শোইগু বলেন, এবছরের মধ্যে গড়ে তোলা হবে দুটি নতুন সমন্বিত সশস্ত্র বাহিনী। বাইরের হুমকি মোকাবেলা ও দেশের নিরাপত্তা নিশ্চিতে সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইউক্রেনের ৪১৯টি ড্রোন ও ৬৭টি রকেট ভূপাতিত করেছে রাশিয়া। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ১৪টি ডিভিশন ও ১৬টি ব্রিগেড নিয়ে গড়ে তোলা হবে ৩০টি ইউনিট।
প্রসঙ্গত, ‘ডিনিপ্রো বহর’ নাম দেয়া হয় ডিনিপ্রো নদীতে থাকা বিভিন্ন নৌবহরকে কেন্দ্র করে। এগুলো সক্রিয় ছিল চারটি ‘বিশেষ’ যুদ্ধে– ১৭৩৫-৩৯ ও ১৭৮৭-৯২ সালের রুশ-তুর্কি যুদ্ধ, রাশিয়ার গৃহযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে।
সূত্র:যমুনা টেলিভিশন